1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিসহ দেশব্যাপি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিসহ দেশব্যাপি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৩৮ বার

মাগুরার শ্রীপুরে ০৪ জুন শনিবার ‘বেলা সাড়ে ১১টা দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ দেশব্যাপি স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত জোটের অস্থিতিশীল পরিবেশ নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদ সড়ক ঘুরে বকুলতলা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সহ-সভাপতি এ্যাড.হারুন-অর রশিদ, সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউনিয়নপরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, যুগ্ম-সম্পাদক ও গয়েশপুর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মোল্যা, যুগ্ম-সম্পাদক কাজী তারিকুল ইসলাম, দ্বারিয়াপুর ইউনিয়নপরিষদের চেয়ারম্যান আবদুস সবুর, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কানন, শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মোল্যা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মণ্ডল, নাকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মোল্যা, গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাছের জোয়ারদার, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, যুবলীগ নেতা আরজান বাদশা ও বাবুল রেজা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক আলিনুর মোল্যা, উপজেলা ছাত্রলীগের বিএম আরিফুজ্জামান সাজ্জাদ, সাধারণ সম্পাদক আবদুর রহিম সর্দারসহ অন্যরা।
র‌্যালি শেষে বকুলগাছ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে উপজেলা আওয়ামী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম