স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর আওতায় চট্টগ্রামের ফটিকছড়িতে দীর্ঘস্থায়ী কীটনাশক যুক্ত মশারি বিতরণ কার্যক্রম-২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ব্রাক ফটিকছড়ির সহযোগিতায় শনিবার (২৫ জুন) দুপুরে ভূজপুর আছিয়া চা বাগানে ৫৫০টি দীর্ঘস্থায়ী কীটনাশক যুক্ত মশারি বিতরণ করার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবীল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেসা মুক্তা, পুরুষ ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ শাহীন, মেডিকেল অফিসার ডা. সিফাত উল্লাহ পাটোয়ারী। ফটিকছড়ি উপজেলার ম্যালেরিয়া প্রবণ এলাকায় দীর্ঘস্থায়ী কীটনাশক যুক্ত ২২ হাজার মশারি বিতরন করা হবে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।