জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনির চৌধুরীর পিতা সমাজ সেবক ডাঃ মুমিনুল হক চৌধুরী (৮৭) বৎসর বয়সে বৃহস্পতিবার সকাল ১০ টায় চট্টগ্রাম নগরীর এভারকেয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না…..রাউজিন)।তিনি দীর্ঘদিন ধরে বাধক্যজনিত রোগে ভুগছিলেন।মৃত্যুকালে জাতীয় জাদুঘরের মহাপরিচালক মুনির চৌধুরীসহ দুই পুত্র ৪ কন্যা সন্তান সহ অনেক গুণগ্রাহী রেখে যায়।গতকাল ৩০ জুন বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে দু’দফে জানাজার নামাজ শেষে বিকাল ২টার সময়ে মরহুমের নিজ গ্রামে ৩য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।জানাজার নামাজে মরহুমের পুত্র জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনির চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, ফটিকছড়ি সাবেক উপজেলা চেয়ারম্যান এটি এম পেয়ারুল ইসলাম,রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার,চেয়ারম্যান শফিকুল ইসলাম,আবদুর রহমান চৌধুরী, জিয়াউল হক চৌধুরী সুমনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।