ময়মনসিংহ গফরাগাঁও সরকারি কলেজে বিসিএস সধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণের উপর সন্ত্রাসী হামলা , লাঞ্ছনা ও কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ বিসিএস ইউনিট।
রবিবার সকালে বিসিএস শিক্ষা সমিতির ইউনিট সম্পাদক আহমদ শওকত আকবর ভূঞার নেতৃত্বে চৌমুহনী সরকারি সালেহ আহমদ কলেজ অধ্যক্ষ কার্যালয়ের সামনে এ মানববন্ধন আয়োজন করে কলেজ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ইউনিট।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনজুরুল হক, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের খান, শিক্ষক পরিষদের সম্পাদক শফিকুল ইসলাম ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির
নির্বাহী সদস্য সরকার আওলাদ হোসেন সহ কলেজের বিভিন্ন বিভাগের বিসিএস শিক্ষকবৃন্দ।