মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রিয় পর্ষদের বিশেষ সাংগঠনিক মতবিনিময় ফটিকছড়ি হাইদচকিয়া মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার কার্য্যালয় ও কর্মকান্ড পরিদর্শন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রিয় কমিটি সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী।
এতে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় কমিটি নবাগত সদস্য আলহাজ্ব আশরাফুজ্জামান আশরাফ, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ আশরাফ সিদ্দিকী। এসময় সূর্যগিরি আশ্রম শাখার বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন এবং মানব কল্যাণমূখী কাজের জন্য প্রসংসা করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তরুণ কুমার আচার্য্য (কৃষ্ণ), সাধারণ সম্পাদক রুবেল শীল, নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, ঝুন্টু শীল, ধীমান দাশ, সোনারাম আচার্য্য, মানিক বড়ুয়া, রণা শীল, সমীর পাল, শিবু ভট্টাচার্য্য, ঝুমুর সর্দার, বিপ্লব চৌধুরী কাঞ্চন, কলিঞ্চ দাশ, এম.টি সুজন ত্রিপুরা প্রমূখ। পরে বিবাহের জন্য একজনকে নগদ চল্লিশ হাজার টাকার চেক প্রদান করা হয়।কেন্দ্রীয় সভাপতিকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।