মাগুরার শ্রীপুরে এস এস সি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন মঙ্গলবার বিকালে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লিউজা- উল- জিন্নাহ – এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান।
বক্তব্য রাখেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সুলতান আলী, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ( তদন্ত) মোঃ মোশাররফ হোসেন, সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মিজানুর রহমান,সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র সরকার,খামারপাড়া এস আই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শফিকুর রহমান ,চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা ফয়জুর রহমান লাভু, টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল চক্রবর্তি, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু সাইদ মোল্যা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার ছয়টি কেন্দ্রের কেন্দ্র সচিবসহ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।
উল্লেখ্য এ বছর এস এস সি পরীক্ষায় ৪টি কেন্দ্রে ২৫৪০ জন, দাখিল পরীক্ষায় ১টি কেন্দ্রে ৩১৪জন ও এস এস সি ( ভোকেশনাল) শাখার
১টি কেন্দ্রে ৩১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে বলে জানা গেছে।