শরিয়াহিভত্তিক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে রাউজানে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের গহিরা উপশাখা শুভ উদ্বোধন করা হয়েছে।২৭জুন সোমবার দুপুরে গহিরাস্থ এ উপশাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।
ইউনিয়ন ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জেনারেল সেক্রেটারি মোঃ রেজাউল করিম আজাদ, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল,উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার,রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, আলমগীর আলী,জসিম উদ্দিন চৌধুরী, গহিরা ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম আব্দুল্লাহ আল মতিন,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন।এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন,শ্যামল দত্ত,মুক্তিযোদ্ধা ইউছুপ খান,ব্যবসায়ী নাজিম উদ্দিন,মুছা আলম খাঁন চৌধুরী,ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু,সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ, চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও উপ-শাখা ইনচার্জবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।পরে দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।