রাউজান পৌরসভার ৩ নম্বার ওয়ার্ডে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।২৭জুন সোমবার সকাল ৯টায় গহিরা ৩ নম্বার ওয়ার্ডে কার্ডধারীদের মাঝে নিত্যপণ্য সামগ্রী বিক্রয় এ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী।
রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিষেশ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দস সামাদ শিকদার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,স্বপন দাশগুপ্ত, কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, ইরফান আহম্মেদ চৌধুরী,কামরুল হাসান বাহদুর,আলমগীর আলী,জানে আলম জনি, নাঈম উদ্দিন খান চৌধুরী ,ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু,মুছা আলম খাঁন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, যুবলীগ নেতা আবু ছালেক,আজাদ খাঁন,জিকু দত্তসহ অনেকেই। প্রায় ৪’শত কার্ডধারীদের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া বিতরণ করা হয়।