পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিম্ন আয়ের পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেয়া হচ্ছে।রাউজানে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে সোমবার থেকে।এ কার্যক্রম উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।সভাপতিত্ব করেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।উপস্থিত ছিলেন ডিলার স্বপন দাশগুপ্ত,রাউজান ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন,৯নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী,মহিলা কাউন্সিলর জান্নাতুন ফেরদৌস ডলি,রাউজান পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন,মিটু চৌধুরী,নুরুল আলম প্রমুখ।টিসিবির গাড়ি থেকে ফ্যামিলি কার্ডধারী প্রতিজন ক্রেতা প্রতি কেজি চিনি ৫৫ টাকায়,মসুর ডাল ৬৫ টাকায়, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায় কিনেন।