পদ্মা সেঁতুর উদ্ভোদনি অনুষ্ঠানে যোগ দিতে শরীয়তপুরের মানুষের মাঝে বয়ে চলছে এক আনন্দের বন্যা। শরীয়তপুর ১,২,ও ৩ এর মাননীয় সংসদ সদস্যদের সার্বিক তত্বাবধানে চলছে এ আয়োজনের প্রস্তুতি। শরীয়তপুরের ২ ও ৩ এর মাননীয় সংসদ সদস্যগন আগামীকালের উদ্ভোদন অনুষ্ঠানে জনগনকে যাতায়াতের জন্য লঞ্চ এবং ট্রলারের ব্যবস্থা করেছেন। আর শরীয়তপুর ১ এর মাননীয় সংসদ সদস্য ৫ হাজার মটর সাইকেল বহরের প্রস্তুতি নিয়েছেন। সাধারণ মানুষকে উদ্ভোদন অনুষ্ঠানে আনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন। কিছুক্ষণ পরে এই নৌযান গুলো যাত্রা শুরু করবে পদ্মা সেঁতু অনুষ্ঠানস্থলে। গোসাইরহাট, ডামুড্যা উপজেলা থেকে একাধিক লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। নড়িয়া সখিপুর থেকে আসার জন্য ১০/১৫ লঞ্চ প্রয় ১৫০/২০০ শত ট্রলারকে সুসজ্জিত করা হয়েছে। শরীয়তপু ২ এর মাননীয় সংসদ সদস্য পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম আশা করছেন সখিপুর থানা ও নড়িয়া উপজেলা থেকে ৩০/৩৫ হাজার লোক জনসভাস্থলে উপস্থিত হবে। সখিপুর, উত্তর তারাবুনিয়ার, দুলারচর, গৌরঙ্গবাজার,বালারবাজার, ফেরীঘাট,সুরেশ্বর, মুলফৎগন্জ, ওয়াবদা সহ বেশ কিছু স্থান থেকে এই নৌযান গুলো যাত্রা শুরু করবে আজ রাতেই। গোসাইরহাট উপজেলা থেকে একাধিক লঞ্চ ছাড়বে পট্টি লঞ্চঘাট, কুচাইপট্রি, কোদালপুর ও জালালপুর থেকে। ডামুড্যা লঞ্চ টার্মিনাল থেকেও একাধিক লঞ্চ ছাড়বে আজ রাতেই। সবার একই কথা দীর্ঘদিন পরে আমরা এমন একটি উপহার পাচ্ছি এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানানোর জন্য উদ্ভোদন অনুষ্ঠানে যাচ্ছি। এটা আমার দেশে সরকারের গর্ব, আমাদের অহংকার আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে বার বার অভিনন্দন জানাই।