রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় অর্ধশতাধিক দুস্থ গরীব ও অসহায়দের মাঝে সেলাই মেশিন, টিউবওয়েল, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে বিজিবির সদর দপ্তরে রামগড়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত অসহায় মানুষের মাঝে উল্লেখিত সামগ্রীগুলি বিতরন করেন ৪৩ বিজিবির জোন কমান্ডার লে: কর্ণেল হাফিজুর রহমান। এসময় তিনি বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় অসহায়দের সহায়তা করে আসছে। আগামীতেও এধরনের সহায়তা অব্যাহত থাকবে। তিনি মহামারি করোনা ভাইরাস নির্মূলে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলারও আহবান জানান।
অসহায়দের মধ্যে ৫ জনকে সেলাই মেশিন, ২জনকে টিউবওয়েল, ৭ জনকে ঢেউটিন ও ৩০ জনের মাঝে নগদ আর্থিক সাহায্য তুলে দেন জোন কমান্ডার।
নগদ অর্থ ও অন্যান্য সহায়তা বিতরণকালে বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ মনিরুল ইসলাম, সহকারী পরিচালক রাজু আহমেদ সহ পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।