গ্রামীণ জনপদে ঘরে বসে দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরণখোলা উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে শরণখোলা উপজেলা পরিষদের এডিপির আওতায় ৪০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮জুন) সকালে উপজেলা পরিষদের হলরুম মিলনায়তনে অসচ্ছল ও দুস্থ পরিবারের নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি,উপজেলা প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান,জাইকা প্রকল্পের কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান রিপন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা উন্নয়ন ফোরামের নারী নেত্রী, সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী দুস্থ নারীরা উপস্থিত ছিলেন।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সরকার সমাজে নানাভাবে পিছিয়ে থাকা অচ্ছল ও দুস্থ নারীদের ভাগ্য উন্নয়নে সহযোগিতা দিচ্ছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র নারীদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী বলেন, বর্তমান সরকার সবশ্রেণীর নারীদের কল্যাণে বদ্ধপরিকর। তিনি বলেন, সরকারের উন্নয়নের আলোকে সমাজের অবহেলিত এসব নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দেয়া হচ্ছে। মুলত তাঁরা সেলাই মেশিনের মাধ্যমে পরিবারের আয়বর্ধন যাতে করতে পারে সেই উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি বলেন, সরকারের রূপরেখা অনুযায়ী উপজেলার প্রত্যন্ত জনপদে ঘরে বসে যাতে অসচ্ছল ও দুস্থ নারীরা যেন স্বাবলম্বি হতে পারে সেইজন্য কর্মসংস্থান সৃষ্টিতে উপজেলা নারী উন্নয়ন ফোরাম এগিয়ে এসেছে তাদের পাশে দাঁড়িয়েছে