আধুনগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও আধুনগর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন বলেছেন, সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষা নয়, পুঁথিগত বিদ্যার পাঠ নয়, নোট মুখস্ত করে পাস করার শিক্ষা নয়, আমরা চাই সৃজনশীল মানুষ হবার শিক্ষা এবং কুসংস্কারমুক্ত ও শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে।
শনিবার (১১ জুন) আধুনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২২ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ-সব মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন চৌধুরী, উপজেলা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, ইউপি সদস্য মোহাম্মদ জয়নুল আবেদীন, মোহাম্মদ আবদুল মন্নান, আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুবেল সহ প্রমুখ।