মাদক সরবরাহকারী ও ব্যবহারকারীদের চিহ্নিতি করে আইনের আওতায় আনতে হবে।উপজেলা প্রসাশনের আয়োজনে গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) বেলা বারোটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মাদক বিরোধী সচেতনাতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মেহেদি হাসান। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হুমায়ন করিব হিমু, শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) আনিছুর রহমান আশীক সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ।