সামাজিক কাজের বিশেষ অবদান রাখায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠ মেয়র হিসেবে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ মোঃ আনিছুর রহমান মাদার তেরেসা অ্যাওয়ার্ড সম্মাননা পেয়েছেন।
২৪ জুন (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক ঢাকা বিভাগের সফল ও শ্রেষ্ঠ পৌর মেয়র হিসেবে মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড -২০২২ পদক পেয়েছেন তিনি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সৈয়দ মার্গুব মোর্শেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, মহিলা ও শিশু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, অধ্যক্ষ রওশন আরা মান্নান এম,পি ,সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়, পীরজাদা শহিদুল হারুন প্রমুখ।