1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সামান্য বৃষ্টিতেই নাথেরপেটুয়া বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ব্যবসায়ীরা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

সামান্য বৃষ্টিতেই নাথেরপেটুয়া বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ব্যবসায়ীরা

এম.এ মান্নান ঃ
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৯৪ বার

সামান্য বৃষ্টি হলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নাথেরপেটুয়া বাজারের অলিগলিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সংস্কার আর সচেতনার অভাবে কয়েক বছর ধরে এই বাজারের ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ও সরকারি খাল দখল করে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে রয়েছে। একদিকে জলাবদ্ধতা অন্যদিকে জমে থাকা ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ট হয়ে পড়েছে বাজার ব্যবসায়ীরা। পাশাপাশি বাজারে আসা ক্রেতাদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, বাজার থেকে প্রতিবছর প্রায় লাখ লাখ টাকা রাজস্ব আদায় করছে সরকার। তারপরেও বাজার উন্নয়নে কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

সরেজমিনে নাথেরপেটুয়া বাজার ঘুরে দেখা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ফোর লেনটি দুই পাশে অবস্থিত নাথেরপেটুয়া বাজার। সড়ক ও বাজারে দিয়ে বয়ে গেছে শত বছরের প্রাচীন বেরুলা খালটি।খাল কেটে নয়, ভরাট করে কুমির আনার মতো সর্বনাশা কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। তার পাশাপাশি কিছু অসচেতন ব্যক্তিরা খালের উপর বসতবাড়ি ও মার্কেট নির্মাণ করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে রেখেছেন। এতে কয়েক হাজার একর কৃষিজমি ও কৃষকের সর্বনাশ ডেকে আনবে। এছাড়াও কাঁচা বাজার, মাছ বাজার, পেঁয়াজ বাজার ও মার্কেট গলিসহ প্রতিটি অলিগলির ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক। হাটের দিন বাজারের ফুটপাতের ব্যবসায়ীরা প্রকাশ্যে ড্রেনের ভিতর পচা মাছ-সবজি ও পচা খাবারসহ ময়লা-আবর্জনা ফেলছে। ফলে ড্রেনগুলো ভরে গেছে। ড্রেনের পাশ দিয়ে চলাচল করতে গেলেই দম বন্ধ হয়ে আসে পচা ময়লা-আবর্জনার দুর্গন্ধে।

বাজারের ব্যবসায়ী হায়দার আলী, হাবিবুর রহমান, সোলাইমান, মারুফ হোসেন ও শফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ড্রেনেজ ব্যবস্থা নষ্ট। বাজারের কমিটি আছে। প্রতিবছর বাজার থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা রাজস্ব আদায় করে সরকার। অথচ কয়েক বছর ধরে বাজারে ক্রেতা-বিক্রেতা ও জনগণের নেই কোনো নাগরিক সুবিধা। আমরা বিষয়টি বাজার কমিটিকে অনেকবার অবগত করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। বর্ষা মৌসুমে এবারো বৃষ্টির শুরু হয়েছে। বৃষ্টিতে বাজারের যে পরিস্থিতি হয় তাতে দ্রুত ড্রেন সংস্কার না করা হলে ব্যবসা করা অসম্ভব হয়ে যাবে।

নাথেরপেটুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবুল বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ও ব্যবসায়ী অসচেতনতা কারনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রবিবার বিকালে আমি নিজে গিয়ে ড্রেনের নালার মুখ পরিস্কার করে দিয়েছি। এছাড়াও বাজারে আসনপা শে যে খালগুলো রয়েছে সেগুলো কিছু ব্যক্তি দখল করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে রেখেছেন।
নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী বলেন, বাজার ও স্কুল কলেজ মাঠে জলাবদ্ধতা সৃষ্টি কারণ হচ্ছে
ব্যবসায়ী ও জনগণের সচেতনার অভাবে। যে যার মত খাল-বিল দখল করে রেখে পানি নিষ্কাশনের পথ বাধা সৃষ্টি করে রেখেছেন। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হয়েছে তিনি ইতিমধ্যে এসে সমস্যাগুলো দেখবেন।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা বলেন, জলাবদ্ধতা সৃষ্টির বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে বাজারের এমনি পরিস্থিতি সৃষ্টি হয়েছে ব্যবসায়ী ও জনগণের অসচেনতার কারণে। প্রতিদিন ময়লা-আবর্জনা দিয়ে ড্রেনগুলো ভরে রাখেন তারা। এজন্য মূলত পানি নিষ্কাশন সমস্যা হয়। সবাই যদি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে তাহলে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা কমে যাবে। বাজারের উন্নয়নের জন্য উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে দ্রুতই জলাবদ্ধতা নিরসন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম