সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের জন্য দায়ী মালিকসহ সরকারী দপ্তরের কর্মকর্তাদের চিহ্নিত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে প্রত্যেকের প্রাপ্য শাস্তি নিশ্চিত করার দাবি জানান স্কপ।
সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রাম সমন্বয়ক তপন দত্ত এই দাবী করেন ।
লিখিত বক্তব্যে তিনি দাবী করেন, আইএলও কনভেনশন ১২১ অনুসরন করে কন্টেইনার বিস্ফোরণে নিহতদের প্রত্যেকের আজীবন আয়ের সমপরিমান ক্ষতিপূরণ । আহতদের চিকিৎসাকালীন সবেতন ছুটি সহ সুচিকিৎসা নিশ্চিত করা । আহতদের মধ্যে কেউ যদি স্থায়ী পঙ্গু হয়ে যায় তাদের ক্ষেত্রে আজীবন আয় এবং ভোগান্তি হিসাব করে তার সমপরিমান টাকা ক্ষতিপূরণ দেওয়া । কেউ আংশিক পঙ্গু হলে তাদের পুনর্বাসনসহ অঙ্গহানি বিবেচনায় নিয়ে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবী জানান ।
তিনি বলেন, কন্টেইনার সমূহে হাইড্রোজেন পার অক্সাইড থাকার কারণে বিস্ফোরনের ঘটনা ঘটেছে । বিএম কর্তৃপক্ষের যথাযথ জ্ঞানের অভাব ও কর্তব্যে অবহেলার কারণে বিস্ফোরণ ঘটেছে । এ ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে আমাদের দেশের কন্টেইনার ডিপো সমূহের নিরাপত্তা ঘাটতি প্রকটভাবে উম্মোচিত হয়েছে । কন্টেইনার ডিপোগুলোর নিরাপত্তা ঘাটতি নিরূপণের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে, উক্ত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে কন্টেইনার ডিপোগুলোর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একটি জাতীয় নীতিমালা প্রণয়ন করে সে অনুযায়ী কন্টেইনার ডিপোগুলো পরিচালনার উদ্যোগ নেয়ার লক্ষে দ্রুত উদ্যোগ নেয়াসহ নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মহানগর এবং আবাসিক এলাকা সংলগ্ন সকল কন্টেইনার ডিপো দ্রুত স্থানান্তর করার উদ্যোগ নেয়ার দাবি জানান ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা সফর আলী, এ এম নাজিম উদ্দিন, তপন দত্ত, শেখ নুর উল্লাহ বাহারসহ নেতৃবৃন্দ।