দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে ফের একটি মৃত ডলফিন ভেসে উঠেছে।১১ জুন (শনিবার) নদীর রাউজানে অংশের আজিমের ঘাট এলাকায় মরা ডলফিনটি ভাসতে দেখেন পশ্চিম গুজরা ইউপি সদস্য আবদুল্লাহ আল মাসুদ।পরে স্থানীয় চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফকে জানায়। সংবাদ পেয়ে চেয়ারম্যান সেখানে উপস্থিত হয়ে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদারকে জানান।
ডলফিনটির শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা সামাদ সিকদার বলেন, চেয়ারম্যানের মাধ্যমে সংবাদ পেয়ে এটি বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এপর্যন্ত হালদা নদীতে ৩৬টি ডলফিনের মৃত্যৃ হয়েছে।