কুষ্টিয়া পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক জেড এম সম্রাটের টর্চার সেলের সন্ধান পেয়েছে র্যাব। সেখান থেকে অস্ত্র, মাদক ও ওয়াকিটকি জব্দ করা হয়। এ সময় সম্রাট ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।
এই সকল অভিযোগের ভিত্তিতে সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র্যাব-১২ এর অভিযানে ৪ জুলাই রাতে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় তার নিজ কার্যালয় হতে তিনজনকে র্যাব গ্রেফতার করে।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে প্রেস ব্রিফিংয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন কুষ্টিয়া শহরের কমলাপুরের বাসিন্দা আমিরুল ইসলাম এবং পৌর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহানা সুলতানা বনির ছেলে জেড এম সম্রাট (৩৩), দুই সহযোগী যথাক্রমে পশ্চিম মজমপুর এলাকার বাসিন্দা গোলাম রসুলের ছেলে দীন ইসলাম রাসেল (৩৩) এবং জুগিয়া গ্রামের আবুল কালামের ছেলে ওসমান হাসান (৩১)।
মোহাম্মদ ইলিয়াস খান বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়, টেন্ডার জিম্মি, সন্ত্রাস, অস্ত্রবাজি করে আসছিলেন কুষ্টিয়া শহরের কমলাপুর নিবাসী জেড এম সম্রাট । তার এই সকল কর্মকান্ড পরিচালনার জন্য সে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করতো। নিজ জেলা ঝিনাইদহ হলেও বাবার কর্মসূত্রে সে ছোটবেলা থেকেই কুষ্টিয়া শহরে বসবাস করতে শুরু করে। বর্তমানে সে কোন দলের কমিটিতে না থাকলেও কুষ্টিয়ার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ধরণের অপরাধমূূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল। এছাড়াও সম্রাট নিজেকে র্যাবের সোর্স বলে নিজেকে জাহির করতো এবং এই পরিচয়ে সে লোকজনের নিকট হতে চাঁদা আদায় করতো বলে অভিযোগ আছে। কুষ্টিয়া শহরের মজমপুরে অফিস খুলে সেখানে বিভিন্ন ধরণের অপকর্ম করতো এবং তার বিরোধী পক্ষের লোকজনকে ধরে নিয়ে এসে নির্যাতন চালাতো। তার কার্যালয়ে টর্চার সেল পাওয়া গেছে। নিজের মতের বাইরে গেলেই কার্যালয়ে এনে টর্চার করতেন তিনি ও তার সহযোগীরা। নির্যাতনের পর মোটা অঙ্কের চাঁদা আদায় করতেন।
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, একাধিক অভিযোগ ও জিডির পরিপ্রেক্ষিতে র্যাবের অভিযানিক দল সম্রাটের মজমপুরস্থ অফিস কাম টর্চার সেলে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে আট রাউন্ড গুলিসহ একটি ওয়ানশুটারগান, ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদকদ্রব্য, চারটি ওয়াকিটকিসহ বেশকিছু সংখ্যক দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ সময় সম্রাটসহ তিনজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়। পরে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য,গ্রেফতারকৃত জেড এম সম্রাটের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় অস্ত্র আইনে ০৩টি ও ০১টি মারামারির মামলা রয়েছে। দ্বীন ইসলাম রাসেল এর বিরুদ্ধে ০৩টি মারামারির মামলা, ০২টি চাঁদাবাজির মামলা, ০১টি অস্ত্র মামলা ও ০১টি মাদক মামলা রয়েছে। মোঃ ওসমান হাসান এর বিরুদ্ধে ০১টি মারামারির মামলা রয়েছে।