মানবিক বন্ধু ফাউন্ডেশন এর উদ্যোগে আল হুদা মহিলা মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে পোশাক বিতরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক কাউন্সেলিং অনুষ্ঠিত হয়েছে আজ।
প্রতিষ্ঠার বছর পেরিয়েছে মাত্র, কিন্তু মানবতার কল্যাণে নানা ধরনের কার্যক্রম বাস্তবায়ন করেই চলেছে সংগঠনটি।
এতদঞ্চলেরই বিভিন্ন স্কুল ব্যাচ্ কেন্দ্রীক বন্ধুরা এই সংগঠন মেসেঞ্জার গ্রুপ ভিত্তিক যোগাযোগে নিয়মিতই সক্রিয় থাকেন। যারা সকলেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
আজ শুক্রবার (১ জুলাই) হাটহাজারী পৌরসভার মিরেরহাটে অবস্থিত আল হুদা মহিলা মাদরাসা ও এতিমখানায় এবারের ইভেন্টটি আয়োজন করেছেন তারা। সংগঠনের সভাপতি মোঃ আবু সায়েম আজ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আল হুদা মহিলা মাদরাসার পরিচালক মাওলানা মীর মোহাম্মদ কাসেম এর সভাপতিত্বে এতে আলোচনা করেন- মানবিক বন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল আলম শিমুল, অর্থ সম্পাদক নুরুল আলম, যোগাযোগ সম্পাদক নাজিম (প্রাণ), কার্যনির্বাহী সদস্য মোঃ শাহাদাত হোসেন, মোঃ হাসানুল আযম সুমন ও মোঃ হানিফ মুন্সি।
মানবিক বন্ধু ফাউন্ডেশনের পক্ষে আজ মহিলা মাদরাসার দুইশো এতিম শিক্ষার্থীদের ঈদ উপহার হিসেবে পোষাক বিতরণ করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান মোছাম্মৎ শামসুন্নাহার। তিনি নারীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক নানা মতামত উপস্থাপন করেন।
মাদরাসা কর্তৃপক্ষ এসময় সকল মেহমানদেরকে মাদরাসার ক্লাশরুম, হেফজ বিভাগ ভবন এবং নির্মানাধীন ভবনটি ঘুরিয়ে পরিদর্শন করান। সকল শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্খীরা এসময় উপস্থিত ছিলেন।