কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদে প্রতিপক্ষের উপর্যপুরী দায়ের কোপে আবু তাহের নামের এক যুবকের হাত বিচ্ছিন্ন হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আহত আবু তাহের বর্নিত ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব মিয়াজী পাড়া এলাকার আমির হামজার ছেলে।
গত ২৯ জুলাই বিকেলে ঘটনাটি ঘটে বর্ণিত এলাকার একটি চায়ের দোকানে।
আহত আবু তাহেরের ভাতিজা ফোরকান আহমেদ মুন্না চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানান, বিকেলে স্থানীয় নুরুল আজিমের ছেলে মোরশেদ ও তুষারের সাথে আহত আবু তাহেরের ৪ বছর বয়সী ছেলে বাবুর সাথে খেলা নিয়ে তর্ক হয়। একপর্যায়ে মোরশেদ শিশু বাবুকে মারধর করে। খবর পেয়ে পিতা আবু তাহের এগিয়ে এসে প্রতিবাদ করলে তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তার হাতের ৪ টি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন,সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল হালিম জানান,আহতের খোঁজ খবর নেওয়া হয়েছে। মামলা দায়ের করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও জড়িতদের আটকে পুলিশ চেষ্টা চালাচ্ছে।