1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ায় মাদক মামলায় ১জনের ১০ বছর কারাদন্ড - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুবি রোভার স্কাউটের ১০ বছর পূর্তিতে বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার

কুষ্টিয়ায় মাদক মামলায় ১জনের ১০ বছর কারাদন্ড

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৫৩ বার

কুষ্টিয়ায় মাদকদ্রব্য হেরোইন বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় সফিকুল আলম ওরফে শাহিন নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও সেই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন:
কুষ্টিয়া মীর মোশাররফ হোসেন রোডের বাসিন্দার ও আড়ুয়ার
চৌধুরী আবুল হোসেনের ছেলে
সফিকুল আলম শাহিন চৌধুরী ।

রায় ঘোষণার সময় আসামি সফিকুল আলম ওরফে শাহিন চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা যায় ২০১৬ সালের ৫ সেপ্টেম্বরে পুলিশ গোপন সংবাদে জানতে পারেন কুষ্টিয়া এন.এস রোডস্থ একতারা মোড়ে নির্মানাধীন নুর টাওয়ারের সামনে আসামী সফিকুল আলম ওরফে শাহিন চৌধুরী মাদকদ্রব্য হেরোইন বিক্রি করছেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেলে আসামী সফিকুল আলম ওরফে শাহিন চৌধুরী দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে এবং তাহার শরীর তল্লাশী করে পরিহিত সাদা পায়জামার ডান পকেটে থাকা ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। পরে আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানার এস আই রফিকুল ইসলাম বাদী হয়ে ওই দিন বিকেলে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে তদন্ত শেষে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ১৪ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, যুব সমাজ ধ্বংস করার জন্য হেরোইন ক্রয়-বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে মাদক চক্রের সদস্যরা। তাই সফিকুল আলম ওরফে শাহিন চৌধুরী মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদন্ডের দিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম