1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ায় সাংবাদিক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের ২৪ ঘণ্টার আল্টিমেটাম : শহরকে অচল করে দেয়ার ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানে পবিত্র মেরাজুন্নবী (দঃ) মাহফিল রাউজানে বিএনপির দু’গ্রুপের মধ্যে মারামারি   মাগুরায় নানা আয়োজনে বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজার মৃত্যুবার্ষিকী পালিত রাউজান বিএনপি’র ঘোষিত পকেট কমিটি বাতিলের ৭২ ঘন্টার আলটিমেটাম চৌদ্দগ্রামে ঢিলেঢালা ভাবে শেষ হলো তারুণ্য মেলা ও পিঠা উৎসব গলায় ভাত আটকে মারা গেলো সাংবাদিক কন্যার নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীন বরণ ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল “বালক-বালিকা” উদ্বোধন ! ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের অধিকার আদায়ে প্রতিবাদ সমাবেশ কক্সবাজারে পরিবেশবান্ধব পর্যটন ও রক্ষিত এলাকায় রাজস্ব সংগ্রহ প্রক্রিয়া ও ব্যবস্থপনা বিষয়ক প্রশিক্ষণ

কুষ্টিয়ায় সাংবাদিক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের ২৪ ঘণ্টার আল্টিমেটাম : শহরকে অচল করে দেয়ার ঘোষণা

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১৭০ বার

কুষ্টিয়ায় নিখোঁজের চার দিন পর সাংবাদিক হাসিবুর রহমান ওরফে রুবেলের (৩১) লাশ উদ্ধারের ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যকারীদের গ্রেফতার করতে না পারলে আন্দোলনের মাধ্যমে কুষ্টিয়া শহরকে অচল করে দেয়ার ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (০৭ জুলাই) বিকেলে ৪ টায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি।

বিক্ষোভ মিছিলটি কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র চত্বর থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এ সমাবেশ করেন।

কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি মীর আল আরেফিন বাবু,ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তীতে এই প্রথম কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। ৪ দিন আগে সাংবাদিক রুবেলে নিঁখোজ হন। পুলিশ তাকে জীবিত উদ্ধার করতে পারেনি। এই দায় পুলিশ এড়াতে পারে না। প্রতিদিন কুষ্টিয়ায় হত্যাকান্ডের ঘটনা ঘটছে। এবার সাংবাদকর্মী খুনের ঘটনা ঘটলো। আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যকারীদের গ্রেফতার করতে না পারলে আন্দোলনের মাধ্যমে কুষ্টিয়া শহরকে অচল করে দেয়ার ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের এনএস রোডে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । সাংবাদিক হাসিবুর রহমান ওরফে রুবেলের (৩১) লাশ উদ্ধারের ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে খুনিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

নিখোঁজের চার দিন পর বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকায় নির্মাণাধীন গোলাম কিবরিয়া সেতুর নিচে গড়াই নদী থেকে হাসিবুরের অর্ধগলিত লাশ উদ্ধার হয়। তাঁর পরনের জামাকাপড় ও মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে পরিবারের লোকজন তাঁকে শনাক্ত করেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, এর আগে ৩ জুলাই হাসিবুর রহমান রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তাঁর পত্রিকা অফিসে ছিলেন। মুঠোফোনে কল পেয়ে তিনি অফিস থেকে থেকে বের হয়ে যান। এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করে তাঁর পরিবার। ।

নিহত হাসিবুর কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময়ের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ঠিকাদার ছিলেন তিনি।

নিহত হাসিবুরের ছোট ভাই মাহবুবুর রহমান বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের ফাঁসি চাই।

পাবনার ঈশ্বরদী নৌ পুলিশের উপপরিদর্শক আবদুর রাজ্জাক বলেন, অর্ধগলিত লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গলায় একটি রশি প্যাঁচানোর মতো দাগ পাওয়া গেছে। তবে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

শুক্রবার (৮ জুলাই) জুম্মার নামাজ শেষে শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে নিহত সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের জানাযা ও দাফন সম্পূর্ণ করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম