খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওতা ভুক্ত ফকিরনালা নামক স্থানে ছেলে মংহলাপ্র মারমা হাতে নিজ পিতা: চাইলাপ্র মারমা খুন।
জানা যায় উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নে ০৩ নং ওয়ার্ডের আওতা ভুক্ত, ফকিরনালা গ্রামে মারমা সম্প্রদায়ের, চাইলাপ্র মারমা (৬০)ও তার ছেলে, মংহলাপ্র মারমা(৩০) সবজি ক্ষেতে কাজ করার সময় পিতা ও ছেলের মধ্যে বাকবিতন্ডা হয়।এক পর্যায়ে ছেলে
মংহলাপ্র মারমা(৩০) রাগ করে নিজ পিতাঃ চাইলাপ্র মারমা (৬০) কে শাবল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান । তাৎক্ষনিক প্রতিবেশীরা হত্যাকারী ছেলে মংহলাপ্র মারমা কে আটক করে।
এ বিষয়ে গুইমারা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, জানান ছেলের হাতে পিতা হত্যার খবর টি পাওয়া মাত্রই গুইমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ ও হত্যায় জড়িত ছেলে মংহলাপ্র মারমা(৩০)কে, আটক করে।
ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ির সদর হাসপাতালে প্রেরণ করে।এ ব্যাপারে গুইমারা থানায় মামলা হয়েছে।