চট্টগ্রাম চন্দনাইশ-আনোয়ারা সীমান্তবর্তী চাঁনখালী খালের উপর নির্মিত বরকল সেতু
নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী জুলাই মাসে ব্রিজটি
উম্মুক্ত হওয়ার কথা রয়েছে।
দুই উপজেলার মধ্যবর্তী বরকল ব্রীজটি চাঁনখালী খালের উপর প্রায় সাড়ে ২৪
কোটি টাকা ব্যয়ে ১’শ ১৮ মিটার লম্বা ও ১০.২৫ মিটার প্রস্থ একটি
অত্যাধুনিক পিসি গার্ডার সেতু নির্মাণ করেছে দোহাজারী সড়ক ও
জনপথ বিভাগ। ইতিমধ্যে বহুল প্রত্যাশিত এ সেতুর কাজ শেষ হয়েছে বলে
জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী জুলাই মাসের যেকোন সময় যানবাহন
চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন দোহাজারী সড়ক বিভাগের উপ-
সহকারী প্রকৌশলী জামাল উদ্দীন। দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের
নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেছেন, বরকল ব্রিজের ৩টি স্প্যানে
১৫টি গার্ডার বসানোর কাজ শেষ হয়েছে। ১টি স্প্যানের কাজ শেষে অপর
২টি স্প্যানের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি সেতুর দুই প্রান্তে ৫’শ
মিটার এপ্রোচ সড়কের কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে। আগামী জুলাই মাসে
ব্রিজটি যানবাহন চলাচলের জন্য উম্মুক্ত করা হবে বলে জানিয়েছেন।
জানা যায়, ১৯৯৪ সালে ১ বছরের জন্য অস্থায়ীভাবে চাঁনখালী খালের উপর
বেইলী ব্রিজ স্থাপন করা হলেও দীর্ঘ দুই যুগেও পূর্ণাঙ্গ ব্রিজে রূপ নেয়নি।
ফলে ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ২০১৫ সালে সড়ক পরিবহন ও
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বেইলী ব্রিজটি পরিদর্শনকালে পিসি গার্ডার
ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সে ধারাবাহিকতায় ২০২০ সালের ৩০ নভেম্বর সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী ব্রিজ
নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। অত্যাধুনিক এই পিসি গার্ডার
ব্রিজ নির্মাণের কাজ দোহাজারী সড়ক ও জনপথ বিভাগ শুর“ করে প্রতিবেদন
লেখা পর্যন্ত কাজ সম্পন্ন করেছেন। সরেজমিন গিয়ে দেখা যায়, চাঁনখালী
খালের উপর ১৯৯৪ সালে অস্থায়ীভাবে স্থাপিত বেইলী ব্রিজ স্থাপনের ২৬ বছর পর
ঝুঁকিপূর্ণ বেইলী ব্রিজের পাশেই নির্মিত হচ্ছে অত্যাধুনিক পিসি
গার্ডার ব্রিজ। ব্রিজটি নির্মাণের ফলে চন্দনাইশ ও আনোয়ারা উপজেলায়
উৎপাদিত কৃষি পণ্য, আনোয়ারা অঞ্চলে প্রতিষ্ঠিত বিভিন্ন শিল্পাঞ্চলের
মালামাল, সার কারখানার সার পরিবহন সহজ হবে, অর্থনীতিতে চাঙ্গাভাব
আসবে। ব্রিজটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হলে যোগাযোগ ব্যবস্থায়
আরো একধাপ এগিয়ে যাবে এ দুই উপজেলা। তাছাড়া কর্ণফুলী নদীর তলদেশে
নির্মিত বঙ্গবন্ধু ট্যানেলের সাথে সরাসরি যুক্ত হবে পুরো দক্ষিণ চট্টগ্রাম।
ফলে দক্ষিণ চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থায় আসবে আমুল পরিবর্তন।
মেট্ট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও বিজিএমই নেতা
মাহাবুব চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সদিচ্ছার কারণে দক্ষিণ
চট্টগ্রামে বিভিন্ন শিল্প প্রতিষ্টান স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক অবস্থার
উন্নয়ন ঘটছে। বিশেষ করে আনোয়ারাতে কেইপিজেড, কর্ণফুলী নদীর
তলদেশে নির্মিত বঙ্গবন্ধু ট্যানেল আনোয়ারায় উম্মুক্ত হওয়ার কারণে দক্ষিণ
চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় আধুনিকায়ন ও দ্রুত হয়েছে। এর ফল
পেতে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রামবাসী। আগামী কয়েক বছরের মধ্যে সুফল পাবে