কুমিল্লার চৌদ্দগ্রামে জগন্নাথদীঘি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ জুলাই) সকালে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের পায়ের খোলা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার।
জগন্নাথদীঘি ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী মুজিবুল হক এর সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান হাজী জানে আলম ভূঁইয়ার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, সুপ্রিম কোর্টের আইনজীবি আব্দুল মান্নান ভূঁইয়া, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইসহাক খাঁন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ. কামরুল আলম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, মাহফুজ আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহাম্মদ খোকন, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুুব হোসেন মজুমদার, মোশারেফ হোসেন, জাফর ইকবাল, প্রভাষক নায়িমুর রহমান মাছুম, এ কে খোকন, সাবেক চেয়ারম্যান একরামুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ প্রমুখ।
এ সময় জগন্নাথদীঘি ইউনিয়ন আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।