ড্রেন ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে হাটহাজারী পৌরসভা কর্তৃপক্ষ।
হাটহাজারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের কালাচান দীঘি সংলগ্ন এলাকায় পৌরসভা নির্মিত ড্রেনটিতে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে মেখল নিবাসী জনৈক ফোরকান আহমেদ’কে এই জরিমানা করেছে হাটহাজারী পৌর প্রশাসক শাহিদুল আলম।
অভিযানকালে আজ রাতের মধ্যে ড্রেনের প্রতিবন্ধকতা সরানোর নির্দেশ দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবং হাটহাজারী পৌরসভার প্রশাসক শাহিদুল আলম।