কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে গোমতী নদীতীরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের হরিপুর চেয়ারম্যান বাড়িতে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
এসময় ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক বাবুল আহমেদ এর সভাপতিত্বে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য হাজী নাসির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন আনোয়ার, কুমিল্লা জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ, বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ সিকদার, ভিটিকান্দি ইউনিয়ন সেলিমা আহমাদ মেরী আপা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মোঃ ফারুক, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন, সাইফুল মেম্বার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেলসহ উক্ত ইউনিয়নের সকল ইউপি সদস্য ও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।