কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৭জুলাই) সন্ধ্যা ৭টায় সামাজিক সংগঠন “ভিটিকান্দি ইউনিয়ন মেরী আপা ফ্রেন্ডস ক্লাবের” উদ্যোগে উপজেলার দুলারামপুর বাজারস্থ সংগঠনটির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এই জন্মদিন পালন করা হয়। এসময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভেচ্ছা বক্তব্যে রাখেন সাংসদ সেলিমা আহমাদ মেরী।
এসময় উপস্থিত ছিলেন, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান সাংবাদিক বাবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন আনোয়ার, সংগঠনটি সভাপতি মোঃ ফারুক সরকার, সাধারণ সম্পাদক সোহরাব সরকার, যবলীগ নেতা শামীম, ইব্রাহিম ও আকাশ মেম্বারসহ সংগঠন সদস্যরা।
এদিকে সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রবাসী আব্দুল লতিফ ভূইয়া দূর প্রবাস থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং এমপি মেরীর দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।