১৬ই জুলাই শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপরোক্ত দাবি করে লিখিত বক্তব্য পাঠ করেন গোলাম মাহবুব চৌধুরী কলিং। এ সময় তিনি বলেন আপন ভাই-বোনের সম্পদ লুণ্ঠনকারী বড় ভাই গোলাম মুর্তুজা চৌধুরী রতন সন্ত্রাসী দিয়ে রাজধানী ঢাকার উত্তরায় ও দিনাজপুর শহরের ষষ্টিতলা মহল্লার মায়ের নামের ২টি জায়গাসহ বিলাসবহুল বাড়ি দখলের অপচেষ্টা চালাচ্ছে। লিখিত বক্তব্য তিনি আরো বলেন, আপন ভাই হয়েও দুটি বাড়ি দখল ও আমাদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এর জন্য রতন চৌধুরী মুক্তিযুদ্ধের সংগঠন সেক্টর কমান্ডার ফোরাম, মুক্তিযুদ্ধ ৭১ ও নাগরিক উদ্যোগ নামের সংগঠনকে ভাড়াটে হিসেবে দেখিয়ে আমাদের তিন ভাই এক বোনের সম্পূর্ণ বাড়িটি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ এই বাড়িটি আমাদের মরহুম মা মাসুমা খাতুনের নামে রয়েছে এখনো ভাগাভাগি হয়নি।
৩ তলা বিশিষ্ট ট্রিপলেক্স এই বাড়িটির উপর এবং নিচের তলায় আমাদের পরিবার বসবাস করে অথচ কিভাবে উনি এই বাড়িটি এককভাবে ৩টি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেন তা আমাদের বোধগম্য নয়। আমরা জানতে পেরেছি এই বাড়ি দখলের জন্য সে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এর অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ঘরের বাহিরে বারান্দায় ঝুলিয়ে দিয়েছে। যা স্বাধীনতার স্বপক্ষের একজন সচেতন নাগরিক হিসেবে কোন ভাবেই আমরা মেনে নিতে পারছি না । তার উদ্দেশ্য একটাই এই ছবি ব্যবহার করে সে বাড়িটি দখলে নিতে চায়, আমরা এও শুনতে পেরেছি যে বারান্দায় ঝুলিয়ে দেওয়া জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবিগুলি নিজেরাই ভাঙচুর করে আমাদের নামে মিথ্যা মামলা দেয়ার পরিকল্পনা করছে সে। আমরা তার এমন হীন উদ্দেশ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি এবং প্রশাসনের নিকট এ ধরনের অপতৎপরতা রোধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি করছি । আমাদের বিরুদ্ধে তার দেয়া মিথ্যা মামলা থেকে আমরা জামিন লাভ করায় সে আমাদের বিরুদ্ধে আবারো নতুন ষড়যন্ত্র শুরু করেছে। আমরা তার আপন ভাই হিসেবে বলতে চাই সে একজন প্রতারক, অগ্রণী ব্যাংক,ন্যাশনাল ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংকে কোটি কোটি টাকা ঋণ খেলাপি, ভূমিদস্যু ও পরসম্পদলোভী ধুরন্ধর প্রকৃতির একজন মানুষ। ভাই বোনকে অঢেল পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে এবং দেশের বিভিন্ন ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে দেশের বাহিরে কানাডায় দ্বিতীয় স্ত্রীর নামে সেকেন্ড হোম ক্রয় করেছেন। সংবাদ সম্মেলন থেকে গোলাম মুর্তুজা চৌধুরী রতনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে তারা আরো জানান, ষষ্টিতলার নিজ বাড়িতে রেখে আসা নিজস্ব গাড়িটি সন্ত্রাসীদের ভেঙ্গে চুরমার করেছে। আজ শৈশব কৈশোরে বেড়ে উঠা এই শহরেই নিজস্ব পৈতৃক বাড়ি থাকতেও আমরা সন্ত্রাসী হামলার ভয়ে আবাসিক হোটেলে বসবাস করছি।
এ সময়ে উপস্থিত ছিলেন গোলাম মাসুম চৌধুরী পলু এবং রতন চৌধুরীর নকট প্রতারণার শিকার সদরের বটতলী এলাকার বাসিন্দা মোঃ মনসুর আলী।