মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রধানমন্ত্রীর উপহারের ৫৫ টি ঘর হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলা সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধনীর পর উপজেলার লাউরফতেপুর ২০ টি, বীরগাঁও ১০ টি, কৃষ্ণনগর ২৫ টি অসহায় গৃহহীনদের মাঝে ঘরসহ জমির দলিল হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, পেনেল মেয়র গণিচান মোকসুদ, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, প্রেসক্লাব সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, মুক্তিযোদ্ধা শামসুল আলম সরকার, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সুবিধাবঞ্চিত আমেনা বেগম, শাহ্ আলম প্রমূখ।