ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৫টি হতদরিদ্র পরিবারের মাঝে নগদ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজারে জিনদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি। এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ প্রধান উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম পিন্টু, উপদেষ্টা মোঃ একলাছ মিয়া ও তৌফিকুল ইসলাম, সহ সভাপতি নাছির উদ্দিন, ডাঃ ইউনুছ মিয়া প্রমুখ।
এসময় উপস্থিত সকলে বাঙ্গরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সকল মানবিক ও উন্নয়ন মূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন মানবতার কল্যাণে এই সংগঠনটি ইতিমধ্যে গরীবদের প্রতি যে ভালবাসা দেখালেন তা সত্যিই প্রশংসনীয়।