নরসিংদীর পৌরশহরে হেমন্দ্র সাহার মোরে Macron worldwide ব্রাঞ্চের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শহরের হেমন্দ্র সাহার মোরে এই ব্রাঞ্চটির উদ্বোধন করেন নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মানবিক পৌর মেয়র কামরুলজ্জামান কামরুল। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাখন দাস, শহর আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল সাহা, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বকুল, রফিকুল ইসলাম, সহ আরো অনেকে।
অনুষ্ঠানে শহর আওয়ামীলীগের সভাপতি কামরুলজ্জামান কামরুল বলেন, নরসিংদীতে এই প্রথম IELTs শিক্ষার macron ব্রাঞ্চের যাত্রা শুরু হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে সাধারণ ছাএ/ ছাত্রিরা মানসম্মত্ব শিক্ষা নিয়ে সারা পৃথিবীতে নরসিংদী ভাবমূর্তি উজ্জল করে। এবং তারা স্ব,স্ব,ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে। প্রতিষ্ঠানটির কর্ণধার কে উদ্যশ্যে করে বলেন আপনারা প্রথমত লাভের চিন্তা না করে ছাএ / ছাত্রিদের শিক্ষার মানবৃদ্ধি করুন যাতে করে অভিভাবকদের আপনাদের প্রতি আস্থা ফিরে আসে। এবং আপনাদের সুনাম সারা পৃথিবীতে ছরিয়ে পরে সর্বশেষে এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করি ।