চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৪ টি ইউনিয়নের ১২০ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে আজ।
হাটহাজারীর সংসদ সদস্য এবং বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশগণের মাঝে এই সাইকেল বিতরণ করেন।
জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে হাটহাজারী উপজেলার ১৩৪ জন গ্রাম পুলিশের জন্য বাইসাইকেল বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে বর্তমানে কর্মরত ১২০ জনের মাঝে বাইসাইকেলগুলো বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, সালাউদ্দিন চৌধুরী, হারুনুর রশিদ, সরওয়ার চৌধুরী, জাহেদ হোসাইন প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।