সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই মরহুম জাহিদ হাসান বাবুর স্বরণে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা এলাকায় মারকাযুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার নাজরানা শেষ করা ২৫ জন শিক্ষার্থীদের মধ্যে এই কুরআন শরীফ উপহার স্বরূপ বিতরণ করা হয়েছে।
রবিবার (৩১ জুলাই) দুপুরে সাংবাদিক কামরুজ্জামান রানার আয়োজনে
কুরআনের ছবক ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগ নেতা সাজিদ মাহবুব।
তিনি বলেন, ইঞ্জিনিয়ার মাসুম ভাইয়ের নির্দেশে যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভাইয়ের সহযোগিতায় মাদ্রাসার কোমলমতি শিশুদের জন্য জাহিদ হাসান বাবু স্মৃতি সংসদের পক্ষ থেকে আমাদের ক্ষুদ্র উপহার। আল্লাহ মেহেরবান এই মাদ্রাসার বাচ্চাদের কে কবুল করে এদের উছিলায় আমাদেরকে যেন জান্নাতবাসি করেন এই প্রত্যাশা ব্যক্ত করছি।
মারকাযুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো . আব্দুল্লাহর পরিচালনায় ছবক শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।