মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান পূর্ব গুজরা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি,ফলজ গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ জুলাই) আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মেদ।সংগঠনের সভাপতি তপন বৈদ্য’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ ইউসুফ আলী,সদস্য- রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম,রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল,গশ্চি নয়াহাট শাখার সভাপতি মোহাম্মদ জেবর মুল্লুক, রাউজান প্রেসক্লাবের সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ,ইউপি সদস্য আব্দুল খালেক সংগঠনের সহ সভাপতি টিটন বৈদ্য।শেষে দোয়া ও মোনাজাত করেন মোহাম্মদ আহমদ হোসেন সেলিম।