চট্টগ্রাম মারকাযুর রাশাদ মাদরাসা ছাত্রদের বাংলা, আরবি ও ইংরেজি বক্তৃতা মুগ্ধ করার মত” এমন মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামী স্কলার, সুবক্তা ও কলামিস্ট ড. আ ফ ম খালেদ হোসেন।
সোমবার রাতে হালিশহর মারকাযুর রাশাদ মাদরাসার উদ্যোগে আয়োজিত “কুরবানির শিক্ষা ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
মন্তব্য করতে গিয়ে ড. আ ফ ম খালেদ বলেন- ‘ছাত্রদের বিভিন্ন ভাষায় কুরবানির মাসআলা মাসায়েল ও তাৎপর্য নিয়ে আলোচনা শুনলাম, যা শ্রোতাদের মুগ্ধ করে দেয়।
মাওলানা মুফতি ওসমান সাদেক -এর তত্ত্বাবধানে এই মাদরাসা গড়ে উঠেছে। এটার আরেকটা বৈশিষ্ট্য হলো জেনারেল শিক্ষিতদের জন্য নৈশ মাদরাসা। বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ধ্যাবেলা এখানে দ্বীনি তালিম গ্রহণ করে থাকন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন।