মীরসরাইয়ে দেশের সর্ব বৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে দেশে বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্টিল স্ট্রাকচার ইরেকসন কাজের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিঃ এর প্রকল্প ব্যবস্থাপক আব্দুস সামাদ সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিঃ পরিচালক কামরুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সহকারী প্রকল্প ব্যবস্থাপক আমজাদ হোসেন, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লি মহাব্যবস্থাপক হাসিবুল হাসান, এ জি এম ফিন্যান্স মোহাম্মদ সেলিম, ম্যানেজার জয়ন্ত সরকার, ই পি ই সি স্টীল বিল্ডিং লিঃ ব্যবস্থাপক এস এম শামীম, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এ.জি.এম, আর ই বই মোঃ শাহজালাল,ই পি ই সি স্টীল বিল্ডিং লিঃ প্রকল্প ব্যবস্থাপক মোঃ কামাল হোসেন, রোহান পাওয়ার এন্ড ইন্জিনিয়ারিং জি এম মাজহারুল কবীর সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে এ কারখানার কাজ অনেকটাই এগিয়ে এসেছে আগামী বছরের মাঝামাঝি বাংলাদেশি ব্র্যান্ড নামে বৈদ্যুতিক গাড়ি বাজারে আনবেন বলে আশা প্রকাশ করেন।