জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাউজানে পাকা ঘর পেয়েছেন ভূমিহীন আরও ৫৪টি পরিবার।গতকাল বৃহস্পতিবার সকালে গণভবনে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ উদ্বোধনের পর রাউজানের ৫৪টি পরিবারের মাঝে ঘরের চাবি,দলিল ও খতিয়ান হস্তান্তর করা হয়।উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব,রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, ওসি তদন্ত কায়সার হামিদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, উপকারভোগী লোকজন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। ইউএনও জানান, ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ স্লোগানে মুজিব শতবর্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ৫৪টি একক গৃহ হস্তান্তরসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাকা ঘর পেয়েছেন এ উপজেলা মোট ৫৯৮টি পরিবার।দুই শতক জমির মালিকানার সাথেএসব ঘর গুলোতে রয়েছে দুটি করে শোয়ার ঘর,একটি রান্নাঘর,একটি শৌচাগার,বারান্দা বিদ্যুৎ ও সুপেয় পানির জন্য নলকূপ। এছাড়া রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে ৫০ টি, উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যান ২টি, অফিসার্সক্লাব ১টি পল্লী বিদ্যুত সমিতি ১টি আহবানে বেসরকারিভাবে ঘর পেয়েছেন ৫৪ টি জন।সরকারি-বেসরকারিভাবে ঘর প্রদান করা হয়েছে ৬৫২ টি পরিবারকে।