রাউজানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়”র জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৭ জুলাই বুধবার সকালে রাউজান সদর মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক এস এম জাহাঙ্গীর আলম সুমন।যুগ্ম আহবায়ক শওকত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু,আওয়ামী লীগ নেতা জানে আলম জনি,জসিম উদ্দিন চৌধুরী,সারজু মোহাম্মদ নাছের,তছলিম উদ্দিন,মুছা আলম খাঁন চৌধুরী, আবদুল লতিফ,আলী আজগর, যুবলীগ নেতা তপন দে,জিয়াউল হক রোকন,ইসাক ইসলাম, আলমগীর আলী,সবুজ দে বানু, মোস্তাফিজুর রহমান বিপ্লব,জিল্লুর রহমান মাসুদ, ইমরান হোসাইন ইমু,সাখাওয়াত হোসেন পিবলু,আবু ছালেক,আজাদ খান,অজগর আলী,শেখ আখতারুজ্জামান পারভেজ,শফিউল আলম,সেলিম উদ্দিন,ফোরকান উদ্দিন,মোহাম্মদ রায়হান,এস এম জাবেদ,চন্দ্রন সেন বড়ুয়া,মেজবা উদ্দিন সেলিম, জাহাঈীর আলম,নাছির উদ্দিন,আরমান সিকদার, ফয়সাল মাহমুদ,পলাশ সেন,রাশেদ,হাসান, মোতালেব,আব্দুর রহিম প্রমুখ।