বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের যুব সংগঠন লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। যেটি স্পন্সর করেছে বাংলাদেশের লায়ন্স অঙ্গনের সেবামূলক কাজে অন্যতম ‘লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী’ জেলা ৩১৫, বি৪ বাংলাদেশ।
রবিবার (১ জুলাই ২০২২) লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু ক্লাবের সম্মানিত এডভাইজর লায়ন এস. এম কামাল হোসেন (এমজেএফ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষনা করেন।
লিও তরিকুর রহমান বাবুকে সভাপতি, লিও পৃথ্বী সাহাকে সাধারণ সম্পাদক ও লিও জান্নাতুল ফেরদৌস স্বর্ণাকে কোষাধ্যক্ষ করে ২০২২-২৩ সেবা বর্ষের জন্য ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন- আই.পি.পি লিও শাহাদাত হোসেন, ভাইস প্রেসিডেন্ট লিও রাজিব চন্দ্র পাল, লিও জুয়েল দাশ, লিও রাশেদুল ইসলাম ইভন, জয়েন্ট সেক্রেটারি (এডমিন) লিও শুভ চক্রবর্তী, জয়েন্ট সেক্রেটারি (প্রজেক্ট) লিও মিনহাজ হোসেন, জয়েন্ট ট্রেইজারার (এডমিন) লিও শাখাওয়াত হোসেন, জয়েন্ট ট্রেইজারার (প্রজেক্ট) লিও সাদেক হাসেন, টেইল টুইস্টার লিও তানজিদ হোসেন, জয়েন্ট টেইল টুইস্টার লিও মো. রিগেল, টেমার লিও মারুফ হোসেন, জয়েন্ট টেমার লিও ফরহাদ আলম, সিস্টার কো-অর্ডিনেটর লিও আসমা উল হোসনা, মেম্বারশিপ চেয়ারপার্সন লিও তাশফিক কামাল, জয়েন্ট মেম্বারশিপ চেয়ারপার্সন লিও কামরুল হোসেন, প্রেস সেক্রেটারি লিও ইমাম হোসেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর লিও রিপন গোপ পিন্টু, পাবলিক রিলেশন অফিসার লিও মো. রইজ উদ্দিন ও সদস্য লিও মহসিন এবং লিও সানজিদা তুল করিম মিশু।
নবীন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করবেন এমনটাই প্রত্যাশা ক্লাব এডভাইজর ও ডিরেক্টরদের।