চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করা হয়েছে।
২ জুলাই (শনিবার) সকালে পুটিবিলা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণ করেন পুটিবিলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ুন কবির রাসেল।
এসময় তিনি বলেন, আমরা সব শিক্ষার্থীর মাঝে জাতির জনকের আদর্শ ছড়িয়ে দিতে চাই। শিক্ষার্থীদের মাঝে বই পাঠের অভ্যাস গড়ে উঠুক। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে হবে। তাহলে এই প্রজন্ম বিপথে যাবে না।
বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগের দেয়া বই পেয়েছি। নিঃসন্দেহে এটা অনন্য এবং অসাধারণ উদ্যোগ। বঙ্গবন্ধুর আদর্শ, চিন্তা-চেতনা শুধু লোকমুখে শুনে নয়, নিজে পড়ে জানতে চাই।
বিতরণের সময় উপস্থিত ছিলেন পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুুহাম্মদ নাছির উদ্দিন,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার গোপাল কান্তি বড়ুয়াসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দরা।