চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম নাছির উদ্দিন (২০)। তিনি রামুর গর্জনিয়া এলাকার শামসুল আলমের ছেলে।
বুধবার (২৮ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা এ দণ্ডাদেশ দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ধারায় ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।