চট্টগ্রামের হাটহাজারীতে একটি কম্পিউটার দোকানে অনলাইনে স্মার্ট কার্ড ফরম পূরণে অতিরিক্ত অর্থ হাতানোর অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অনলাইনে স্মার্ট কার্ডের ফরম পূরণে তিন হাজার টাকা নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দোকানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন।
বুধবার (১৩ জুলাই) দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম এই অভিযান চালান। এসময় উপজেলা নির্বাচন অফিসার সাইয়েদ মো. আনোয়ার খালেদ সাথে ছিলেন।
জানা যায়, হাটহাজারী পৌরসদরের জাগৃতি অফিস সংলগ্ন ‘নাইনটি ডিগ্রী’ নামীয় এক কম্পিউটার দোকানদার অনলাইনে স্মার্ট কার্ডের ফরম পূরণ করা বাবত ৩ হাজার টাকা নিয়েছেন’ বলে জনৈক ব্যক্তি অভিযোগ করেন নির্বাচন অফিসে। এই অভিযোগের সূত্রে ওই দোকানটিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান ইউএনও।
কম্পিউটার মালিককে ভোক্তা অধিকার আইনে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে সতর্ক করা হয়েছে। যেকোনো অনিয়মের ব্যপারে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও শাহিদুল আলম।