সাতকানিয়া পৌরসভা এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আরসিসি পিলার ঢালাই করে ওয়াল নির্মাণের কারতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গুনতে হল একব্যক্তিকে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকালে পৌরসভার পশ্চিম ঢেমশা ৫নং ওয়ার্ড এলাকায় অভিযান চালায় সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা। এসময় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আরসিসি পিলার ঢালাই করে ওয়াল নির্মাণ করায় স্থানীয় বাসিন্দা মোঃ জাকারিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে। পরে সড়কের উপর ঢালায় করা পিলার ভেঙে দেয়া হয়। অভিযানে পুলিশ ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা বলেন, পৌর এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আরসিসি পিলার ঢালাই করে ওয়াল নির্মাণের চেষ্টা করায় জাকারিয়া নামের একব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এসময় ঢালায় করা আরসিসি পিলার ভেঙ্গে দেওয়া হয়।