হালদা নদীর মা মাছ সুরক্ষা ও মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিসরূপ পুরষ্কৃত হয়েছেন- হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের এই পুরস্কার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের হাত থেকে উপজেলা নির্বাহী অফিসার ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন।
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পুরষ্কৃতের এমন সাফল্যে ইউএনও এবং হাটহাজারী পৌরসভা প্রশাসক শাহিদুল আলম বলেন- ‘হালদা সুরক্ষায় হাটহাজারীতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখছেন এ স্বীকৃতি তাদের সকলের।’ দায়িত্ব পালনকালে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।