চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১০জন আসামীকে গ্রেফতার করেছে। রবিবার (১৭ই জুলাই) রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাছানের নির্দেশে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোহাম্মদ মামুন(১৯), মোহাম্মদ তাজউদ্দীন (২৫), আব্দুল মান্নান (২২), মোহাম্মদ নুর কাশেম (২১), মুহাম্মদ বেলাল (২৪), মোহাম্মদ কফিল (২০), মোহাম্মদ জাহাঙ্গীর (৩৬), নিশান বড়ুয়া (৩৬), মোহাম্মদ আরিফুল ইসলাম (২৬), মোহাম্মদ নুরুল আলম (২৫)। গ্রেফতারকৃত আসামীদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।