ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন মাদবর হজ্জ পালনে সৌদিআরব অবস্থানকালীন সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মোঃ রুহুল আমিন মন্ডল।
(৩ জুলাই) রোববার পরিষদের সচিব খুরশিদ আলম সাগর এর তত্ত্বাবধানে মোঃ রুহুল আমিন মন্ডল ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অফিসিয়াল ও নাগরিক সেবা কার্যক্রম সম্পাদনা করেন ।
রুহুল আমিন মন্ডল মুক্ত খবর এর প্রতিবেদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে বলেন,আশুলিয়ার মাটি ও মানুষের নেতা আশুলিয়া ইউনিয়ন পরিষদের দুই দুইবারের নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন মাদবর তিনি হজ্জব্রত পালনে সৌদিআরব থাকাকালীন সময়ের জন্য আমার উপর আশুলিয়া ইউনিয়ন পরিষদের দায়ভার রেখেছেন । আমি সকলের কাছে দোয়া চাই, যেন আমি আমার অভিভাবক আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর ভাইয়ের দেয়া দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারি । আর আমাদের চেয়ারম্যান মহোদয়ের জন্যও সবাই দোয়া করবেন, তিনি যেন সহি সালামতে হজ্জ পালন করে আমাদের দেশ ও জাতির জন্য আল্লাহর রহমত নিয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী সরকার, ৩নং ওয়ার্ড মেম্বার আজাদ হারুন অর রশিদ উজ্জল, ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম গোলাপদীসহ পরিষদের মেম্বার গণ।