দক্ষিণ কুমিল্লার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘লাকসাম উম্মুল ক্বোরা মাদরাসা’র সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘উম্মুল ক্বোরা প্রাক্তন ছাত্র পরিষদ ‘ এর বার্ষিক কাউন্সিল ২০২২ -২৩ সম্পন্ন হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দাখিল ব্যাচ-২০১৬ এর শিক্ষার্থী, বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে অধ্যয়নরত মোঃ শাহাদাত হুসাইন। সিনিয়র সহ সভাপতি, দাখিল ব্যাচ -১৫ এর শিক্ষার্থী, নোয়াখালী ইসলামি আলিয়ায় অধ্যয়নরত মোঃ নূরে আলম। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দাখিল ব্যাচ -২০১৫ এর শিক্ষার্থী, বর্তমান কুমিল্লা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত মাহমুদুর রহমান সাব্বির। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দাখিল ব্যাচ-১৫ এর শিক্ষার্থী, বর্তমানে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্বিবদ্যালয় ‘কুরআনিক সাইন্স’ ডিপার্টমেন্টে অধ্যয়নরত মোঃ শরিফুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অত্র মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক, মাওঃ বিলাল হোসাইন মালেকী, প্রিজাইডিং হিসেবে ছিলেন অত্র মাদ্রাসার গণসংযোগ বিষয়ক সদস্য মাওঃ জাকির হোসেন আজম, সহকারী প্রিজাইডিং ছিলেন – সিমিয়র শিক্ষক মোঃ মনির হোসেন। সাবেক শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়। সঠিক কর্মপন্থার আলোকে এগিয়ে চলার আশীর্বাদ করেন সম্মানিত অথিতিবৃন্দ।