ওয়ালা তাহিনু শিরোনামে , কাবার মালিক খ্যাত নাশিদ শিল্পী জুলহাস কিবরিয়ার কথা এবং সুরে , উদিয়মান শিল্পী মাকছুদুর রহমান এর কন্ঠে শীগ্রই আসবে “ওয়ালা তাহিনু” নাশিদ/ গানটি।
গানটি সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে মাকছুদুর রহমান জানান, অনেকদিন আগেই ডিপ্রেসড বা হতাশাগ্রস্ত যুবক যুবতীদের জন্য তিনি একটি গান নির্মাণের পরিকল্পনা করছিলেন। পরবর্তীতে তারই থিমের উপর নাশিদ শিল্পী জুলহাস কিবরিয়া একটি চমৎকার গান লিখেন এবং সুর করেন।
গানটিতে হতাশাগ্রস্ত মানুষদের জন্য সুরা আলে ইমরানের ১৩৯ নাম্বার আয়াত দিয়ে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান শিল্পী।